ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নাতির কাঁধে ভর করে ভোট দিতে এলেন বৃদ্ধ লবির সরদার

জেলা প্রতিনিধি | নওগাঁ | প্রকাশিত: ০৩:১০ পিএম, ৩০ জানুয়ারি ২০২১

বয়স নব্বইয়ের কোঠায়। কোনোরকম চোখে দেখতে পেলেও কানে খুবই কম শোনেন লবির সরদার। বয়সের ভারে তিনি অনেকটা ন্যুব্জ হয়ে পড়েছেন। তার এক হাতে লাঠি, আরেক হাত নাতি সাইফ সরদারের কাঁধে। এভাবেই শনিবার দুপুরে ভোট দিতে ভোটকেন্দ্রে আসেন তিনি।

নওগাঁ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের চকরামপুর শিয়ালা পাড়ার বাসিন্দা লবির সরদার। নাতির কাঁধের ভর করে শনিবার দুপুর ১টার দিকে তিনি পিরোজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসেছিলেন। এরপর কেন্দ্রের ১ নম্বর কক্ষে ৮ নম্বর বুথে ভোট দেন।

লবির সরদার বলেন, ‘এ জীবনে অনেক বার ভোট দিয়েছি। আর ভোট দিতে পারব কি-না জানি না। হতে পারে এটাই জীবনের শেষ ভোট। তবে যেই জিতুক হোক, এলাকার যেন উন্নয়ন হয়।’

Sarder-2.jpg

বয়সের ভারে অনেকটা ন্যুব্জ হয়ে পড়েছেন লবির সরদার

পিরোজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিসাইডিং কর্মকর্তা সেকেন্দার আলী খান বলেন, এ কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৪ হাজার ২৩১ জন। যেখানে বুথের সংখ্যা ১২টি। দুপুর ১টা পর্যন্ত ভোট পড়েছে দুই হাজার।

নওগাঁ পৌরসভা মেয়র পদে পাঁচজন প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- আওয়ামী লীগের নৌকা প্রতীকে নির্মল কৃষ্ণ সাহা, বিএনপির ধানের শীষ প্রতীকে নজমুল হক সনি, স্বতন্ত্র প্রার্থীর নারিকেল গাছ প্রতীকে ইকবাল শাহরিয়ার রাসেল, জাতীয় পাটি লাঙল প্রতীকে ইফতারুল ইসলাম (বকুল) ও ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা প্রতীকে আতিকুর রহমান।

পৌরসভায় ৯টি ওয়ার্ডে ভোটার সংখ্যা ১ লাখ ১৬ হাজার ২৪০ জন। মোট ৪১টি ভোট কেন্দ্রে ৩৩২টি কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। যেখানে ৪১ জন প্রিসাইডিং অফিসার, ৩৩২ জন সহকারী প্রিসাইডং অফিসার এবং ৬৬৪ জন পোলিং এজেন্ট রয়েছেন।

আব্বাস আলী/এমএসএইচ/এমএস