ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ব্রাহ্মণবাড়িয়ায় ঐতিহ্যবাহী টাউন খাল রক্ষার দাবিতে মানববন্ধন

জেলা প্রতিনিধি | ব্রাহ্মণবাড়িয়া | প্রকাশিত: ০৩:৪৮ পিএম, ৩০ জানুয়ারি ২০২১

ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের ঐতিহ্যবাহী টাউন খাল রক্ষার দাবিতে মানবন্ধন করেছেন স্থানীয়রা। শনিবার (৩০ জানুয়ারি) বেলা ১১টার দিকে শহরের টিএ রোডের থানা ব্রিজের উপর নদী নিরাপত্তার সামাজিক সংগঠন নোঙরের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

তিতাস নদী থেকে বয়ে আসা টাউন খাল দিয়ে এক সময় বিভিন্ন নৌযান চলাচল করতো। কিন্তু কালের পরিক্রমায় দখল আর দূষণের কারণে নাব্যতা হারিয়ে খালটি এখন মৃত প্রায়। এখন শহরের বিভিন্ন রেস্তোরাঁ ও বাসা-বাড়ির ময়লা আবর্জনা ফেলা হয় এই খালে।

মানববন্ধনে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজুর রহমান (ওলিও), ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের চেয়ারম্যান ডা. মো. আবু সাঈদ, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, তিতাস আবৃত্তি সংগঠনের পরিচালক মো. মনির হোসেন, নোঙরের কেন্দ্রীয় কমিটির সভাপতি সুমন শামস ও ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সভাপতি শামীম আহমেদ প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, ঐতিহ্যবাহী টাউন খালটি ব্রাহ্মণবাড়িয়ার মাটি ও মানুষের সাথে মিশে আছে। খালটি রক্ষার্থে বিভিন্ন সময় আন্দোলন সংগ্রাম হয়েছে। কিন্তু কোনো প্রতিকার হয়নি। তাই এই খালটি রক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি আমরা দাবি জানায়।

এমএইচআর/এএসএম/এমএস