ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

হরিজন কলোনীেত আগুন, ৫ লাখ টাকার ক্ষতি

জেলা প্রতিনিধি | পিরোজপুর | প্রকাশিত: ০৪:০২ পিএম, ৩০ জানুয়ারি ২০২১

পিরোজপুর শহরের প্রেস ক্লাব সংলগ্ন মেথর পট্টি হরিজন কলোনী এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শনিবার (৩০ জানুয়ারি) বেলা ১২টা ১৫ মিনিটের দিকে বৈদ্যুতিক শটসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়।

অগ্নিকাণ্ডে তুলার গোডাউন ও একটি মন্দিরসহ সাত ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় পাঁচ লাখ টাকা বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।

pirojpur-04.jpg

স্থানীয় এক ব্যবসায়ী জানান, শহরের প্রেস ক্লাব সংলগ্ন মেথর পট্টি এলাকায় শনিবার দুপুরের দিকে বৈদ্যুতিক শটসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। একটি তুলার দোকান থেকে আগুন মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। স্বল্প সময়ের মধ্যে একটি মন্দির ও তুলার গোডাউনসহ সাতটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে যায়।

পিরোজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আবু জাফর বলেন, স্থানীয়রা আগুন লাগার খবর দিলে পিরোজপুরের দুইটি ইউনিট নিয়ে ঘটনাস্থলে পৌঁছাই। আগুনের ভয়াবহতা দেখে জিয়ানগর ও নাজিরপুরের দুইটি ইউনিটকে খবর দেয়া হয়।

pirojpur-04.jpg

ফায়ার সার্ভিসের মোট চারটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এখানে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক মিটারে শর্ট সার্কিটের মাধ্যমে আগুন লাগতে পারে। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে বলে জানান তিনি।

এসএমএম/এমএস