ধানমন্ডিতে বাসের ধাক্কায় যুবকের মৃত্যু
রাজধানীর ধানমন্ডি এলাকায় সিটি কলেজের সামনে মৈত্রী পরিবহনের বাসের ধাক্কায় দেলোয়ার (২৫) নামে এক বাইসাইকেল আরহীর মৃত্যু হয়েছে।
আজ রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ব্যাপারে প্রত্যক্ষদর্শীরা জানান, তিনি বাইসাইকেল নিয়ে সিটি কলেজ সংলগ্ন রাস্তা পার হবার সময় মৈত্রী পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস তাকে পেছন থেকে ধাক্কা দিলে তিনি রাস্তায় ছিটকে পড়েন। এতে তিনি গুরুতর আহত হন।
পরে সেখানকার দায়িত্বরত পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে স্থানীয় পপুলার হাসপাতালে নিলে সেখানকার জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তার লাশ পপুলার হাসপাতালের মর্গে রয়েছে।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিকি বিষয়টি নিশ্চিত করেছেন ।
সর্বশেষ - দেশজুড়ে
- ১ টাঙ্গাইলে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ শিক্ষার্থী নিহত
- ২ ভেকু দিয়ে নির্মাণাধীন রাস্তা কাটলেন আওয়ামী লীগ নেতা
- ৩ মা হলো ধর্ষণের শিকার কিশোরী, তিন মাসেও আসামিকে ধরতে ব্যর্থ পুলিশ
- ৪ সুদের টাকা আদায়ে ব্যবসায়ীর নামে আওয়ামী লীগ নেতার ১৯ মামলা
- ৫ নিজ বাড়িতে ‘যৌনকর্মীদের’ আশ্রয়, জামায়াত নেতাকে দল থেকে বহিষ্কার