ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

পাংশায় মেয়র হলেন আ.লীগের ওয়াজেদ

জেলা প্রতিনিধি | রাজবাড়ী | প্রকাশিত: ০৯:২৪ পিএম, ৩০ জানুয়ারি ২০২১

রাজবাড়ীর পাংশা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ওয়াজেদ আলী বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তিনি নৌকা প্রতীক নিয়ে ১১ হাজার ১৬১ ভোট পেয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী ফজলুল হক জগ প্রতীক নিয়ে ৪ হাজার ২৪৩ ভোট পেয়েছেন। এছাড়া বিএনপি মনোনীত রইছ উদ্দীন খান ধানের শীষ প্রতীক নিয়ে ১ হাজার ৮৫৬ ভোট পেয়েছেন।

শনিবার (৩০ জানুয়ারি) দিনভর ভোটগ্রহণের পর গণনা শেষে রাতে এ ফলাফল ঘোষণা করেন জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার।

পাংশা পৌর নির্বাচনে মেয়র পদে তিনজন, সংরক্ষিত কাউন্সিলর পদে ১১ জন ও সাধারণ কাউন্সিলর পদে ৪২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এই পৌরসভায় মোট ভোটার ২৪ হাজার ৩১৩ জন।

রুবেলুর রহমান/এএএইচ/এমকেএইচ