নড়াইলের দুই পৌরসভায় নৌকার জয়
নড়াইলে দুই পৌরসভায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা বেসরকারিভাবে মেয়র পদে নির্বাচিত হয়েছেন। শনিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোহাম্মদ অলিউল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।
নড়াইল পৌরসভায় নৌকার প্রার্থী আঞ্জুমান আরা ১৯ হাজার ২৬টি ভোট পেয়ে ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপির প্রার্থী জুলফিকার আলী মন্ডল পেয়েছেন তিন হাজার ৮৭১ ভোট।
কালিয়া পৌরসভায় নৌকা প্রতীক নিয়ে ওয়াহিদুজ্জামান হীরা ১২ হাজার ২২০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বি বিএনপির সমর্থিত মেয়রপ্রার্থী স ম ওয়াহিদুজ্জামান মিলু ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৬০৯ ভোট।
এর আগে শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
হাফিজুল নিলু/এএএইচ/এমকেএইচ