ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কাটা গাছ গায়ের ওপর পড়ে কিশোরের মৃত্যু

জেলা প্রতিনিধি | পটুয়াখালী | প্রকাশিত: ০১:০৫ পিএম, ৩১ জানুয়ারি ২০২১

পটুয়াখালীর দশমিনার চরমাছুয়াখালী এলাকায় গাছচাপা পড়ে রিফাত নামের (১৪) এক কিশোরের মৃত্যু হয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

রোববার (৩১ জানুয়ারি) সকালে উপজেলার বেতাকি সানকিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তিনি দশমিনার চরমাছুয়াখালী এলাকার জাফর হোসেনের সন্তান।

বড় বোন লাবণী জানান, মাটিকাটার ভেকু দিয়ে কিছু লোক কাজ করছিল। রিফাত ওই কাজের পাশেই দাঁড়িয়েছিল। ভেকু দিয়ে সুপারি গাছ কাটার সময় ওই গাছটি এসে রিফাতের গায়ে পড়ে।

দশমিনা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মো মোস্তাফিজুর রহমান জানান, পৌনে ৯টার দিকে হাসপাতালে নিয়ে আসার আগেই কিশোরের মৃত্যু হয়েছে।

দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি আমিও সেখানে যাচ্ছি।

এসএমএম/এমকেএইচ