ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

এক বোয়াল মাছের দাম ২৩ হাজার

জেলা প্রতিনিধি | রাজবাড়ী | প্রকাশিত: ০৬:২৫ পিএম, ৩১ জানুয়ারি ২০২১

১০ কেজি ওজনের একটি বোয়াল মাছ বিক্রি হয়েছে ২৩ হাজার টাকায়। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরি ঘাটের অদূরের পদ্মা নদীত ধরা পড়ে মাছটি।

রোববার (৩১ জানুয়ারি) বিকালে দৌলতদিয়া ঘাটের মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা দুলালের আড়ত থেকে ২ হাজার ৩০০ টাকা কেজি দরে ২৩ হাজার টাকায় ওই বোয়াল মাছটি কেনেন।

এর আগে দুপুরে দৌলতদিয়া ফেরিঘাটের অদূরের পদ্মা নদীতে জয়নাল হলদারের জালে বোয়াল মাছটি ধরা পড়ে।

মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা জানান, আড়ত থেকে ২ হাজার ৩০০ টাকা কেজি দরে ১০ কেজি ওজনের বোয়াল কিনেছেন। এখন বিভিন্ন স্থানে যোগাযোগ করছি মাছটি বিক্রির জন্য। সামান্য লাভ হলেই মাছটি বিক্রি করে দেব।

রুবেলুর রহমান/এএইচ/এএসএম