ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বাড়ি ফেরার পথে প্রাণ গেল কৃষকের

জেলা প্রতিনিধি | নওগাঁ | প্রকাশিত: ০৮:৩১ পিএম, ৩১ জানুয়ারি ২০২১

ক্ষেত থেকে বেগুন নিয়ে বাড়ি ফেরার পথে আমজাদ হোসেন (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। রোববার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের ফেরিঘাট পেট্রল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আমজাদ হোসেন মান্দা উপজেলার শাহাপুর গ্রামের ছবের আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে কৃষক আমজাদ হোসেন ক্ষেত থেকে বেগুন নিয়ে বাড়ি ফিরছিলেন। রাস্তা পার হওয়ার সময় রাজশাহী থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে উত্তেজিত জনতা ঘাতক বাসটি জব্দ করে পুলিশে সোপর্দ করে।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক বাসটি জব্দ করা সম্ভব হলেও চালক-হেলপার কাউকে আটক করতে পারেনি পুলিশ।

আব্বাস আলী/ আরএইচ/এমএস