ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বাঁধাকপির পিস ১ টাকা, ফুলকপি দুই টাকা

জেলা প্রতিনিধি | সাতক্ষীরা | প্রকাশিত: ০৩:২১ এএম, ০১ ফেব্রুয়ারি ২০২১

সাতক্ষীরায় শীতকালীন সবজির বাজারে ধস নেমেছে। শীত মৌসুমের শুরুর দিকে সবজির বাজারে চড়া দাম থাকলেও এখন তা পানির দরে বিক্রি হচ্ছে। কৃষকদের খরচের টাকা তুলতেই হিমশিম খেতে হচ্ছে।

রোববার (৩১ জানুয়ারি) সাতক্ষীরার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, ফুলকপি দুই টাকা আর বাঁধাকপি বিক্রি হচ্ছে প্রতি পিস এক টাকা।

তালা উপজেলার মাঝিয়াড়া এলাকার কৃষক জাহিরুল ইসলাম জানান, এবার তিনি দুই বিঘা জমিতে বাঁধাকপি চাষ করেছেন। প্রথম দিকে ভালো দাম পেলেও এখন মজুরি খরচও উঠছে না। কপি এখন আর কেজিতে বিক্রি হচ্ছে না। পিস প্রতি এক থেকে দুই টাকার বেশি দাম দিয়ে ক্রেতা কপি কিনছেন না।

সবজিচাষী জামাল বলেন, ‘পানির দরে বাঁধাকপি ও ফুলকপিসহ অন্যান্য সবজি বিক্রি করতে হচ্ছে। উৎপাদন খরচ তো দূরে থাক, মাঠ থেকে তুলে হাটে নিয়ে আসার খরচও উঠছে না।’

এএএইচ