ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নাব্য সংকটে লোহালিয়া খেয়াঘাটে ভোগান্তি

জেলা প্রতিনিধি | পটুয়াখালী | প্রকাশিত: ০৯:৩১ পিএম, ০২ ফেব্রুয়ারি ২০২১

চার উপজেলা থেকে পটুয়াখালী জেলা শহরে প্রবেশের গুরুত্বপূর্ণ খেয়াঘাট লোহালিয়া। প্রতিদিন হাজারও মানুষ এই ঘাট দিয়ে পারাপার হয়। সম্প্রতি নাব্য সংকটের কারণে লোহালিয়া পাড়ে খেয়া নৌকা আটকে গিয়ে প্রায়ই যাত্রীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। অনেক সময় কাদায় নেমে চলাচল করতে বাধ্য হচ্ছেন যাত্রীরা। এ অবস্থায় ভোগান্তি আর দুর্ভোগ চরমে পৌঁছেছে যাত্রীদের। বিশেষ করে নারী, শিশু এবং বৃদ্ধরা পড়ছেন চরম বিপাকে।

পটুয়াখালী জেলা শহরের সাথে দ্রুত এবং সংক্ষেপে চলাচল করতে সদর উপজেলার লোহালিয়া, কমলাপুর, ভুড়িয়া ইউনিয়নসহ দশমিনা, গলাচিপা ও বাউফল উপজেলার কয়েক লাখ মানুষ লোহালিয়া-কাশিপুর সড়ক ব্যবহার করেন। এ পথে চলাচলের প্রধান বাধা লোহালিয়া নদী।

প্রতিদিন হাজারও মানুষ খেয়াপার হয়ে চলাচল করেন। পাশাপাশি এসব এলাকার উৎপাদিত শাকসবজিসহ পণ্য এ পথে পরিবহন করা হয়। সাম্প্রতিক সময়ে লোহালিয়া নদীর পূর্ব পাশে খেয়াঘাটে পলি জমে নৌযান চলাচল বিঘ্নিত হচ্ছে। গত বছর পৌরসভা কিছু মাটি কেটে একটি খাল তৈরি করে খেয়া পারাপার সচল রাখলেও এ বছর শীতকাল আসতেই আবারও নাব্য সংকট দেখা দিয়েছে।

খেয়াঘাটের মাঝি ও যাত্রীরা জানান, সমস্যা সমাধানে এখনই ঘাট এলাকায় খননকাজ না করলে দুর্ভোগ আরও বাড়বে।

এ বিষয়ে পটুয়াখালী পৌর মেয়র মহিউদ্দিন আহম্মেদ বলেন, ‘লোহালিয়া খেয়াঘাটের নাব্য সংকট সমাধানের জন্য ইতিমধ্যে আমরা বিআইডব্লিউটিএ চেয়ারম্যান বরাবর একটি চিঠি দিয়েছি। যেহেতু বর্তমানে লোহালিয়া নদীতে ড্রেজিং কাজ চলছে এবং পৌরসভার ড্রেজিং কাজ করার সক্ষমতা নেই, সে কারণে বিআইডব্লিউটিএ এটুকু জায়গা ড্রেজিং করলে খেয়াঘাটে নাব্য সমস্যার সমাধান হবে।

এদিকে গুরুত্ব বিবেচনায় এই নদীতে ইতিমধ্যে ব্রিজ নির্মাণ করছে এলজিইডি। তবে এই ব্রিজের নির্মাণকাজ শেষ হলেও লোহালিয়া খেয়াঘাট চলমান থাকবে। মূলত ব্রিজটি শহর থেকে কিছুটা দূরে নির্মিত হওয়ায় মানুষ এবং হাতে নেয়া যায় এমন পণ্য নিয়ে এই খেয়া পারাপার করেই অনেকে চলাচল করবেন।

এমএইচআর/এমএস