ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ব্যাডমিন্টন খেলতে যাওয়ার সময় যুবককে ছুরিকাঘাত

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) | প্রকাশিত: ০৮:২৭ এএম, ০৩ ফেব্রুয়ারি ২০২১

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় আরিফুল ইসলাম (৩০) নামে এক যুবককে ছুরি দিয়ে আঘাত করে মোবাইল ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) রাতে উপজেলার নুরপুর ইউনিয়নের সুরাবই গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাতে ওই গ্রামের ডাক্তারবাড়ির বেনু মিয়ার ছেলে আরিফুল ইসলাম রাস্তা দিয়ে হেটে ব্যাডমিন্টন খেলার জন্য যাচ্ছিলেন। এ সময় চার-পাঁচজন লোক তার গতিপথ রোধ করে মোবাইল জোর করে ছিনিয়ে নিতে চান। আরিফুল দিতে আপত্তি জানালে তার শরীরে ছুরি দিয়ে আঘাত করে মোবাইল ফোন নিয়ে পালিয়ে যান তারা।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠান স্থানীয়রা। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয় ইউনিয়ন পরিষদের মেম্বার আবু বক্কর সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

কামরুজ্জামান আল রিয়াদ/এসজে/এমএস