ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সালাম না দেয়ায় যুবককে ছুরিকাঘাতে হত্যা

জেলা প্রতিনিধি | গাজীপুর | প্রকাশিত: ০৯:১৮ এএম, ০৫ ফেব্রুয়ারি ২০২১

গাজীপুরে সালাম না দেয়ায় সাদেক আলী (৩২) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) রাতে গাজীপুর মহানগরীর মধ্যছায়াবিথী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সাদেক শেরপুরের ঝিনাইগাতি থানার বাঁকাকোরা গ্রামের মো. শাহ আলমের ছেলে। গাজীপুরের ছায়াবিথী এলাকায় ভাড়াবাসায় থেকে স্যানিটারি মিস্ত্রির কাজ করতেন তিনি।

গাজীপুর মেট্রোপলিটন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জাগো নিউজকে বলেন, বৃহস্পতিবার রাতে মধ্যছায়াবিথী এলাকার একটি মুদি দোকানের সামনে গাজীপুর শহরের পশ্চিম ভুরুলিয়া এলাকার শফিকুল ইসলামের ছেলে কাওসারের সঙ্গে সাদেকের কথাকাটাকাটি ও হাতাহাতি হয়।

একপর্যায়ে কাওসার ধারাল অস্ত্র দিয়ে সাদেকের গলায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি আরও বলেন, জুনিয়র-সিনিয়র দ্বন্দ্বে এই খুনের ঘটনা ঘটেছে। সালাম না দেয়ায় কাওসারের সঙ্গে সাদেকের দ্বন্দ্ব বেঁধেছিল। কাওসারকে গ্রেফতারে অভিযান চলছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

আমিনুল ইসলাম/এসএমএম/এমএস