পাথরঘাটায় এক কেজি গাঁজাসহ যুবক আটক
বরগুনার পাথরঘাটায় এক কেজি ১০০ গ্রাম গাঁজাসহ বাবুল হাওলাদার (২০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে কোস্টগার্ড। তিনি উপজেলার কাটাখালি এলাকার সগীর হাওলাদারের ছেলে।
শুক্রবার (৫ ফেব্রুয়ারি) দুপুর ১ টার দিকে বিষখালীর কাটাখালি এলাকা থেকে তাকে আটক করা হয়।
কোস্টগার্ড সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পাথরঘাটা উপজেলার বিষখালী নদীর কাটাখালি এলাকায় অভিযান পরিচালনা করে কোস্টগার্ডের একটি টিম। এসময় বাবুল হাওলাদারকে আটক কর হয়। পরে তার শরীর তল্লাশি করে এক কেজি ১০০ গ্রাম গাঁজা ও সাড়ে তিন হাজার টাকা জব্দ করা হয়।
কোস্টগার্ডের পাথরঘাটার স্টেশন কমান্ডার লে. ফাহিম শাহরিয়ার জানান, মাদকসহ বাবুলকে হাতেনাতে আটক করা হয়েছে। পরে জিজ্ঞাসাবাদে মাদক কারবারিতে জড়িত থাকার কথা স্বীকার করেছেন তিনি। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
এএএইচ/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫ জনকে ঠেলে দিলো বিএসএফ
- ২ তারেক রহমানের প্রত্যাবর্তনে নির্বাচনের গতি-মাত্রা বেড়েছে
- ৩ খালেদা জিয়ার মনোনয়নপত্র হাতে পেলো বগুড়ার নির্বাচন পরিচালনা কমিটি
- ৪ বিএনপি সবসময় কোরআন সুন্নাহর পক্ষে ছিল ও আছে: মির্জা ফখরুল
- ৫ বিএনপি নেতাকর্মীদের অবরোধ, তৃতীয় দফায় ঢাকা-ময়মনসিংহে ট্রেন বন্ধ