দিনাজপুরে প্রথম ভ্যাকসিন নিলেন হুইপ ইকবালুর রহিম
দিনাজপুরে প্রথম দিনে করোনার টিকা নিলেন জাতীয় সংসদের হুইপ ও সদর-৩ আসনের সংসদ সদস্য ইকবালুর রহিম ও দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল।
রোববার (৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ভার্চ্যুয়াল ভিডিও কনফারেন্সের যুক্ত হয়ে করোনা টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন।
দিনাজপুরের এম আব্দুরে রহিম মেডিকেল কলেজ হাসাপাতালে করোনা টিকা নিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও সংসদ সদস্য ইকবালুর রহিম।

অপরদিকে কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা টিকা নিয়েছেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল।
এছাড়াও দিনাজপুরে চিকিৎসক, নার্স ও উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী অফিসাররা টিকা নেন।
এমদাদুল হক মিলন/এসএমএম/এমএস