ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

স্বাস্থ্য সচিবকে এলাকায় অবাঞ্ছিত ঘোষণা

জেলা প্রতিনিধি | কিশোরগঞ্জ | প্রকাশিত: ০৪:৪৩ পিএম, ০৭ ফেব্রুয়ারি ২০২১

কিশোরগঞ্জের কটিয়াদীতে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় সংসদ সদস্য (এমপি) নূর মোহাম্মদের লোকজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে কটিয়াদী উপজেলা আওয়ামী লীগ। একই সঙ্গে স্বাস্থ্য সচিবকে নিজ এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করেন তারা।

রোববার (৭ ফেব্রুয়ারি) দুপুরে কটিয়াদী সরকারি মহিলা কলেজের সামনে থেকে আওয়ামী লীগের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের হয়। কটিয়াদী ছাড়াও পাকুন্দিয়া উপজেলার পুলেরঘাট আওয়ামী লীগ নেতারা এতে অংশ নেন।

মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে কটিয়াদী বাসস্ট্যান্ড এলাকায় প্রতিবাদ সমাবেশ করেন। এতে বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট দিলীপ কুমার ঘোষ, যুগ্ম-সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, শিল্পপতি সিদ্দিকুর রহমান, কটিয়াদী পৌর আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক শাহরিয়ার আহমেদ পারভেজ, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার পারভেজ রনি, পৌর যুবলীগের সভাপতি জাহিন শাহরিয়ার ইমরান, উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম তাহের প্রমুখ।

jagonews24

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, স্বাস্থ্য সচিব আবদুল মান্নান সরকারি জমি এবং মাজারের জমিতে অন্যায়ভাবে কমিউনিটি ক্লিনিক নির্মাণ করছেন। এ নিয়ে এলাকাবাসীর সঙ্গে তার লোকজনের ধাওয়া-পাল্টাধাওয়া হলেও কটিয়াদী-২ আসনের এমপি নূর মোহাম্মদের কর্মী-সমর্থকদের নামে মিথ্যা মামলা দেয়া হয়েছে।

সমাবেশ থেকে অবিলম্বে মামলা প্রত্যাহার ও স্বাস্থ্য সচিবকে এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করা হয়।

প্রসঙ্গত, কটিয়াদী উপজেলার চান্দপুরে স্বাস্থ্য সচিবের বাড়ির পেছনে তার মায়ের নামে একটি কমিউনিটি ক্লিনিক নির্মিত হচ্ছে। ওই ক্লিনিকের রাস্তা নির্মাণকে কেন্দ্র করে শনিবার (৬ ফেব্রুয়ারি) স্বাস্থ্য সচিবের লোকজনের সঙ্গে এমপি নূর মোহাম্মদের সমর্থকদের সংঘর্ষ হয়। এতে কটিয়াদীর এসিল্যান্ডসহ অন্তত ১০ জন আহত হন।

এ ঘটনায় শনিবার রাতে কটিয়াদী থানায় পৃথক দুটি মামলা করা হয়। মামলার পরিপ্রেক্ষিতে তিনজনকে গ্রেফতার করে পুলিশ। এছাড়া দায়িত্বে অবহেলার অভিযোগে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিলকে প্রত্যাহার করা হয়েছে।

নূর মোহাম্মদ/এসআর/জেআইএম