ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ট্রাকচাপায় জাগো নিউজের চুয়াডাঙ্গা প্রতিনিধির ভাগনের মৃত্যু

জেলা প্রতিনিধি | ফরিদপুর | প্রকাশিত: ০৪:৫৮ পিএম, ০৭ ফেব্রুয়ারি ২০২১

ফরিদপুরে ট্রাকচাপায় তৌফিক আহমেদ শুভ (২৬) নামের এক টেক্সটাইল ইঞ্জিনিয়ার মারা গেছেন। রোববার (৭ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের জেলার মধুখালী উপজেলার বোয়ালিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

শুভ ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে টেক্সটাইল ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন।

নিহত তৌফিক আহমেদ শুভ অনলাইন নিউজপোর্টাল ‘জাগোনিউজ২৪.কম’-এর চুয়াডাঙ্গা প্রতিনিধি সালাউদ্দিন কাজলের ভাগনে। তার বাড়ি চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার সেনেরহুদা গ্রামে।

নিহতের মামা সাংবাদিক সালাউদ্দিন কাজল বলেন, ‘আমার ছোট বোনের ছেলে তৌফিক আহমেদ শুভ রোববার সকালে মোটরসাইকেলযোগে বাড়ি থেকে ঢাকার উদ্দেশে রওনা দেয়। দুপুরের দিকে আমরা খোঁজ পাই সে দুর্ঘটনাকবলিত হয়েছে। পরে জানতে পারি ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার কিছু সময় পর সে মারা যায়। আমরা ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছি।’

মধুখালী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার টিটব সিকদার বলেন, ‘বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বোয়ালিয়া নামক স্থানে একটি অজ্ঞাত ট্রাক এক মোটরসাইকেল আরোহীকে চাপা দিয়ে পালিয়ে গেছে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই যুবককে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। পরে তিনি মারা যান।’

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ইকবাল হাসান জানান, ফায়ার সার্ভিসের সদস্যরা ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। ভর্তির কিছু সময় পরই তিনি মারা যায়। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে জানান তিনি।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম বলেন, ‘ওই যুবকের মরদেহ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। পরিবারের সদস্যরা এলে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হবে।’

এসআর/জেআইএম