ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নিজে মোটরসাইকেল চালিয়ে মন্ত্রীকে উন্নয়ন কাজ দেখালেন মেয়র

জেলা প্রতিনিধি | গাজীপুর | প্রকাশিত: ০৭:০৫ পিএম, ০৭ ফেব্রুয়ারি ২০২১

গাজীপুর মহানগরজুড়ে প্রায় ৮০০ কিলোমিটার রাস্তা ও ড্রেন নির্মাণের কাজ চলমান। সামনে বর্ষা মৌসুম, তাই শুষ্ক মৌসুমে দ্রুততম সময়ে সড়ক ও ড্রেনের কাজ শেষ করার জন্য সংশ্লিষ্টদের তাগিদ দেন মেয়র মো. জাহাঙ্গীর আলম। শুধু তাই নয়, মেয়র নিজে কখনো জিপে চড়ে, কখনো হেঁটে আবার কখনো মোটরসাইকেলে নগড়জুড়ে চষে বেড়াচ্ছেন।

সম্প্রতি স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলামকে নিয়ে তিনি নগরীর নির্মাণাধীন বিভিন্ন রাস্তা ঘুরে দেখান। এসব উন্নয়নকাজ দেখে মন্ত্রী মেয়র মো. জাহাঙ্গীর আলমের প্রশংসা করেন।

jagonews24

শনিবার (৬ ফেব্রুয়ারি) মেয়র নিজে মোটরসাইকেল চালিয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হককে নিয়ে নগরীর বিভিন্ন রাস্তা (কোনাবাড়ি ও কাশিমপুর এলাকার বিভিন্ন ওয়ার্ড) ঘুরিয়ে দেখান। সামনে চালকের আসনে মেয়র আর পেছনে মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বসে আছেন—এমন দৃশ্য দেখে নগরবাসী উৎফুল্ল হয়ে ওঠেন। মন্ত্রী ও মেয়রকে এভাবেই মোটরসাইকেলে দেখে নগরবাসী ও স্থানীয়রা অভিবাদন জানান।

এদিকে মোটরসাইকেলে মেয়র মন্ত্রীকে নিয়ে ছুটে চলার দৃশ্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। অনেকেই এভাবে উন্নয়নকাজ পরিদর্শনকে ইতিবাচক হিসেবে দেখছেন।

উল্লেখ্য, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের এটি নির্বাচনী এলাকা।

আমিনুল ইসলাম/এসআর/এমকেএইচ