ফাটল থাকায় ৭ ঘরে উঠছেন না গৃহহীনরা
নেত্রকোনার পূর্বধলায় গৃহহীনদের জন্য নির্মিত সাতটি ঘরে উঠছেন না উপকারভোগীরা। রোববার (৭ ফেব্রুয়ারি) জেলা প্রশাসক কাজী মো. আবদুর রহমান প্রকল্প পরিদর্শন শেষে ফাটল দেখা দেয়া ঘরে উঠতে নিষেধ করেন।
তিনি বলেন, নতুন ভরাট করা মাটির ওপর স্থাপনা তৈরি করায় প্রকল্পের নির্মিত ঘরে ফাটল ধরেছে। ১২টি ঘরের মধ্যে সাতটি ঘরে আপাতত উপকারভোগীদের উঠতে দেয়া হচ্ছে না। ঘরগুলো পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। সঠিকভাবে ঘরগুলো সংস্কার করে উপকারভোগীদের বুঝিয়ে দেয়া হবে।
এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন, উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম, বিশকাকুনী ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন প্রমুখ।
জেলায় প্রথম দফায় ঘর ও জমি পাচ্ছেন ৯৬০ জন ভূমিহীন ও গৃহহীন হতদরিদ্র মানুষ। প্রত্যেকের নামে বরাদ্দ দেয়া হচ্ছে দুই শতক করে খাসজমি। তাতে ঘর নির্মাণ বাবদ ব্যয় হচ্ছে ১ লাখ ৭১ হাজার টাকা। ১৯ দশমিক ৬ ফুট বাই ২২ ফুটের দুটি শয়নকক্ষ, একটি রান্নাঘর, সংযুক্ত পায়খানা-গোসলখানা ও সামনে বারান্দাসহ রঙিন টিনের ছাউনি দ্বারা এসব ঘর নির্মাণ করা হচ্ছে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ১৬ কোটি ৪১ লাখ ৬০ হাজার টাকা বরাদ্দ। নেত্রকোনা সদরে ৪৩টি, বারহাট্টায় ৪৫টি, আটপাড়ায় ৯৮টি, পূর্বধলায় ৫৩টি, দুর্গাপুরে ৩৫টি, কেন্দুয়ায় ৫০টি, কলমাকান্দায় ১০১টি, মদনে ৫৬টি, মোহনগঞ্জে ৩৬টি এবং হাওর উপজেলা খালিয়াজুরিতে ৪৪৩টি গৃহনির্মাণ করা হয়েছে।
এইচ এম কামাল/আরএইচ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ মাতারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্রের স্ক্র্যাপ ইয়ার্ডে আগুন
- ২ সীমান্তে সড়ক নির্মাণ নিয়ে কথা রাখেনি বিএসএফ, ফের পতাকা বৈঠক
- ৩ নাগরিকত্ব জটিলতায় ঝুলে রইলো বিএনপি প্রার্থী ফাহিম চৌধুরীর ভাগ্য
- ৪ দাঁড়িপাল্লার পক্ষে না থাকলে ওয়াজ মাহফিল শোনার দরকার নাই
- ৫ স্কুলশিক্ষককে হাতুড়িপেটা করার অভিযোগ দুই কিশোরের বিরুদ্ধে