বিষাক্ত অ্যালকোহল খেয়ে প্রাণ গেল ফার্নিচার মিস্ত্রির
ফাইল ছবি
খুলনায় বিষাক্ত অ্যালকোহল খেয়ে মো. সবুজ (৩৫) নামে এক ফার্নিচার মিস্ত্রির মৃত্যু হয়েছে। রোববার (৭ ফেব্রুয়ারি) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে (খুমেক) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
মারা যাওয়া ফার্নিচার মিস্ত্রি মো. সবুজ মহাগরীর বকশিপাড়া বিহারি গলি এলাকার মো. মোতাহের হোসেনের ছেলে।
পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, অ্যালকোহল খেয়ে মো. সবুজ শুক্রবার (৫ ফেব্রুয়ারি) অসুস্থ হয়ে পড়লে পরদিন তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করেন স্বজনরা। সেখানে কিছুটা সুস্থ হলে তিনি বাসায় চলে যান। পরে আবার অসুস্থ হয়ে পড়লে রোববার (৭ ফেব্রুয়ারি) স্বজনরা তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সোনাডাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) সুকান্ত বলেন, সবুজ পেশায় একজন ফার্নিচার মিস্ত্রি ছিলেন। কি কারণে মারা গেছেন তা তদন্ত করছে পুলিশ।
আলমগীর হান্নান/আরএইচ/জেআইএম