ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

রাস্তায় পড়ে থাকা বিবস্ত্র বৃদ্ধকে হাসপাতালে নিলেন মেম্বার

জেলা প্রতিনিধি | বাগেরহাট | প্রকাশিত: ০৯:৪৩ পিএম, ০৭ ফেব্রুয়ারি ২০২১

বাগেরহাটের চিতলমারীর হিজলা এলাকায় রাস্তায় ফেলে যাওয়া এক বৃদ্ধকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধারণা করা হচ্ছে, পরিবারের সদস্যরা ঝামেলা এড়াতে ওই বৃদ্ধকে ফেলে গেছেন।

শনিবার (৬ ফেব্রুয়ারি) উপজেলার আমবাড়ি বাবুগঞ্জ বাজারের রাস্তার পাশ থেকে ওই বৃদ্ধকে থানা পুলিশের সহায়তায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। তার পায়ে ক্ষত রয়েছে।

দুদিন ধরে হাসপাতালে তার চিকিৎসা চললেও স্বজনের খোঁজ মেলেনি। ওই বৃদ্ধ ভালো করে কথাও বলতে পারছেন না। তার স্বজনদের খোঁজ পেতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

শনিবার সকালে হিজলা ইউনিয়ন পরিষদের (ইউপি) ৭ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) মো. বাদশা শেখ রাস্তার পাশে বিবস্ত্র অবস্থায় ওই বৃদ্ধকে পড়ে থাকতে দেখেন। ওই সময় বৃদ্ধ তাকে জানান, তার নাম মো. আজিজুল। সন্তানের নাম আবুল। বাড়ি সাতক্ষীরার জীবননগর এলাকার হালদা গ্রামে।

ইউপি সদস্য আরও বলেন, ওই বৃদ্ধ খুব ভালো করে কথাও বলতে পারছেন না। যতটুকু তার সঙ্গে কথা বলে জানতে পেরেছি, তার ছেলে তাকে হয়তোবা এখানে ফেলে রেখে যেতে পারেন। পরে তিনি তাকে প্রয়োজনীয় শীতের কাপড় পরিয়ে চিতলমারী থানা পুলিশের সহযোগিতায় হাসপাতালে ভর্তি করেন।

চিতলমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মামুন হাসান জানান, স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য ও থানা পুলিশ ওই বৃদ্ধকে শনিবার সকালে হাসপাতালে ভর্তি করেন। তার প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। তার পায়ে ক্ষত রয়েছে।

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর শরিফুল হক জানান, ওই বৃদ্ধের নাম-পরিচয় এখনো সঠিকভাবে জানা যায়নি। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

শওকত আলী বাবু/এসআর/এমকেএইচ