ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২

জেলা প্রতিনিধি | চাঁদপুর | প্রকাশিত: ০৩:১৪ পিএম, ০৮ ফেব্রুয়ারি ২০২১

চাঁদপুরে যাত্রীবাহী বাস বোগদাদ উল্টে খালে পড়ে দুই যাত্রী নিহত হয়েছেন।

সোমবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে চাঁদপুর-কুমিল্লা সড়কের শাহরাস্তির মৌতা বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

jagonews24

নিহতরা হলেন- চাঁদপুরের শাহরাস্তির গীতা রানী দাস ও কুমিল্লার নিমসার এলাকার বাসিন্দা বিভা রানী ভৌমিক।

jagonews24

প্রত্যক্ষদর্শীরা জানান, কুমিল্লা থেকে চাঁদপুরগামী বোগদাদ পরিবহনের যাত্রীবাহী বাসটি শাহরাস্তির মৌতাবাড়ি এলাকা অতিক্রমকালে নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই যাত্রী মারা যান। খবর পেয়ে পুলিশ ও দমকল কর্মীরা এসে উদ্ধার তৎপরতা চালান।

jagonews24

শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান, এখন পর্যন্ত দুজন নিহত হয়েছেন। পাঁচ-ছয়জন আহত হয়েছেন। তাদের শাহরাস্তি স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে। বাসটি উদ্ধারে কাজ চলছে।

নজরুল ইসলাম আতিক/এসএমএম/এএসএম