ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

পদ্মায় ধরা পড়ল ৩০ কেজি ওজনের বাঘাইড়

জেলা প্রতিনিধি | রাজবাড়ী | প্রকাশিত: ০৪:৩৯ পিএম, ০৮ ফেব্রুয়ারি ২০২১

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটের অদূরে পদ্মা নদীতে ধরা পড়েছে ৩০ কেজি ওজনের বিশাল আকৃতির একটি বাঘাইড়।

সোমবার (৮ ফেব্রুয়ারি) সকালে দৌলতদিয়া ঘাটের মাছ ব্যবসায়ী মো. শাজাহান মিয়া সম্রাট ১ হাজার ২০০ টাকা কেজি দরে ৩৬ হাজার টাকায় মাছটি কিনে নেন। পরে দুপুরে ১ হাজার ৩০০ টাকা কেজি দরে ৩৯ হাজার টাকায় ঢাকার এক শিল্পপতির কাছে বিক্রি করেন।

এর আগে ভোরের দিকে হিরু হলদার নামের এক জেলের জালে মাছটি ধরা পড়ে।

মাছ ব্যবসায়ী মো. শাজাহান মিয়া সম্রাট জানান, আড়তে ১ হাজার ২০০ টাকা কেজি দরে মাছটি নিলামে তোলা হয়। ১ হাজার ৩০০ টাকা কেজি দরে ৩৯ হাজার টাকায় মাছটি বিক্রি করা হয়।

রুবেলুর রহমান/এসআর/এএসএম