ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

গোয়ালন্দ পৌর নির্বাচনে লড়াই হবে নজরুলে-নজরুলে

জেলা প্রতিনিধি | রাজবাড়ী | প্রকাশিত: ১১:২২ এএম, ১০ ফেব্রুয়ারি ২০২১

শেষ মুহুর্তের প্রচারণায় জমে উঠেছে রাজবাড়ীর গোয়ালন্দ পৌর নির্বাচন। এ নির্বাচনে মেয়র পদে তিন জন, সংরক্ষিত কাউন্সিলর পদে ১১ জন ও সাধারণ কাউন্সিলর পদে ৩২ জনসহ মোট ৪৬ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে রাজবাড়ীর গোয়ালন্দ পৌর নির্বাচন। এ নির্বাচনে তিন জন মেয়র প্রার্থী থাকলেও ভোটের লাড়াই হবে মূলত আওয়ামী লীগ মনোনীত মো. নজরুল ইসলাম মণ্ডলের (নৌকা) ও আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী শেখ মো. নজরুল ইসলামের (জগ) মধ্যে। এমনটাই প্রত্যাশা করছেন ভোটাররা।

এদিকে নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে, ততই নির্বাচনী উত্তাপ ছড়াচ্ছে প্রার্থী, ভোটার ও সমর্থকদের মাঝে। নানা প্রতিশ্রুতি দিয়ে একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ করে প্রতিদিন ভোর থেকে মধ্যরাত পর্যন্ত ভোটারদের দ্বারে-দ্বারে যাচ্ছেন প্রার্থী ও সমর্থকরা।

jagonews24

প্রচারণায় পিছিয়ে নাই কাউন্সিলর প্রার্থীরাও। এছাড়া নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে প্রশাসন।

মেয়র প্রার্থীরা হলেন- আওয়ামী লীগ মনোনীত উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. নজরুল ইসলাম মণ্ডল (নৌকা), স্বতন্ত্র প্রার্থী পৌরসভা ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য শেখ মো. নজরুল ইসলাম (জগ) ও জাতীয় পার্টি মনোনীত জেলা জাতীয় পার্টির যুগ্ম-সম্পাদক হেলাল মাহমুদ (লাঙ্গল)।

ইতোমধ্যে দলীয় শৃঙ্খলাভঙের দায়ে বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী শেখ মো. নজরুল ইসলাম এবং তার ভাই উপজেলা আওয়ামী লীগের সদস্য ও পৌর মেয়র শেখ মো. নিজামকে নির্বাচনী প্রচারণায় অংশ নেয়ায় দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

jagonews24

গোয়ালন্দ পৌরসভায় মোট ভোটার ১৬ হাজার ৫৪৮ জন। এরমধ্যে পুরুষ আট হাজার ২৫৪ জন ও নারী ভোটার আট হাজার ২৯৪ জন।

সাধারণ ভোটাররা জানান, এবার তারা এমন একজন প্রার্থীকে বিজয়ী করতে চান, যে পৌরসভার অবকাঠামো, ড্রেনেজ ব্যবস্থা, রাস্তা-ঘাটের উন্নয়ন, মাদক-সন্ত্রাস নির্মূল এবং সকল নাগরিক সুবিধা নিশ্চিত করবে। বিগত ১৯-২০ বছর পৌরসভার তেমন কোনো উন্নয়ন হয়নি। তাই এবার নতুন একজনকে তারা মেয়র নির্বাচিত করতে চান।

স্বতন্ত্র প্রার্থী শেখ মো. নজরুল ইসলাম বলেন, তিনি স্বতন্ত্র প্রার্থী হয়ে ভোটারদের দ্বারে-দ্বারে ভোট প্রার্থনা করছেন এবং ব্যাপক সাড়া পাচ্ছেন। আশা করছি বিপুল ভোটে জয়ী হবেন।

আওয়ামী লীগ মনোনীত মো. নজরুল ইসলাম মণ্ডল বলেন, পৌরবাসী দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়েছে একটি পরিবর্তনের জন্য। তিনি একটি আধুনিক পৌরসভা গড়তে চান। পৌরসভায় গত ১৯ বছরে যে উন্নয়ন হয়নি, নৌকার বিজয় হলে সে উন্নয়ন তরান্বিত হবে।

jagonews24

এছাড়া তিনি পৌরবাসীকে নিয়ে শিক্ষা, স্বাস্থ্যসেবা করাসহ মাদক ও সন্ত্রাস নির্মূল করবেন এবং সকল ভেদাভেদ ভুলে গোয়ালন্দ পৌরসভাকে একটি বসবাসযোগ্য ও নিরাপদ পৌরসভা করে গড়ে তুলবেন বলে জানান।

উল্লেখ্য, একই দিন (১৪ ফেব্রুয়ারি) রাজবাড়ী সদর পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে চার জন মেয়র, ১২ সংরক্ষিত কাউন্সিলর ও ৪৯ জন সাধারণ কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ পৌরসভায় মোট ভোটার ৪৫ হাজার ২০ জন এবং ভোটকেন্দ্র ১৮টি।

মেয়র প্রার্থীরা হলেন- আওয়ামী লীগ মনোনীত জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বর্তমান মেয়র মহম্মদ আলী চৌধুরী (নৌকা), বিএনপি মনোনীত জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও সাবেক মেয়র মো. তোফাজ্জেল হোসেন মিয়া (ধানের শীষ), জাতীয় পার্টি মনোনীত পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক কে এ রাজ্জাক মেরিন (লাঙ্গল) এবং বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী সাবেক ছাত্রলীগ নেতা ও বর্তমান ৪নং ওয়ার্ড কাউন্সিলর আলমগীর হোসেন তিতু (নারকেল গাছ) নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

রুবেলুর রহমান/এসএমএম/জেআইএম