ঝালকাঠি কারাগারে নিরাপত্তা জোরদার
ঝালকাঠি জেলার গুরুত্বপূর্ণ স্থাপনায় সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এর আওতায় জেলা কারাগারের নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে।
সারাদেশের চলমান পরিস্থিতিতে কারা এলাকায় সার্বক্ষণিক কারারক্ষীদের টহল এবং চারদিকে ব্যাপক লাইটিংয়ের ব্যবস্থা করা হয়েছে। বৈদ্যুতিক খুটির পার্শ্ববর্তী গাছের পাতা ও ডাল-পালা কেটে পরিষ্কার করা হয়েছে।
জামিনে মুক্তিপ্রাপ্ত বন্দিদের সঙ্গে বুধবার বিকেলে আলাপ করে জানা গেছে, কারাগারের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ও লাইটিং বৃদ্ধি করা হয়েছে। শৃঙ্খলা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা দেশের অন্য কারাগারের মডেলে রূপান্তরিত হয়েছে।
জেলার মো. শরিফুল ইসলাম বলেন, সারাদেশের ন্যায় ঝালকাঠি জেলা কারাগারের ভিতরে ও বাইরে নিরাপত্তা ব্যবস্থা অধিকতর জোরদার করা হয়েছে। যাতে কোনো অশুভ শক্তি ও জঙ্গিবাদ নাশকতামূলক কর্মকাণ্ড ঘটাতে না পারে।
বিএ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান
- ২ ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ মনোনয়ন না পাওয়া দুই নেতার সমর্থকদের
- ৩ খুলনায় বিএনপির দলীয় মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে গণমিছিল
- ৪ ১৫ বছরে দেশ থেকে সাড়ে ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে: শিবির সভাপতি
- ৫ মাদারীপুর-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাহারের দাবিতে মহাসড়ক অবরোধ