ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

রংমিস্ত্রি পেশার আড়ালে মাদক ব্যবসা, ইয়াবাসহ গ্রেফতার

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) | প্রকাশিত: ০৩:১৫ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০২১

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলায় ৪০০ পিস ইয়াবাসহ মো. আমান হোসেন (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সানারপাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে মাদক ব্যবসার কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করে র‍্যাব।

বুধবার (১০ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় র‍্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

jagonews24

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আসামি মো. আমান হোসেন নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার নুনেরটেক চর কমলাপুর এলাকার মৃত মহর আলীর ছেলে। তিনি পেশায় একজন রংমিস্ত্রি। দীর্ঘদিন ধরে এ পেশার আড়ালে তিনি ইয়াবার ব্যবসা করে আসছিলেন।

এদিকে গ্রেফতার আসামির বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানান জসিম উদ্দিন চৌধুরী।

এস কে শাওন/এমআরআর/জেআইএম