ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ফোনে কথা বলে রাস্তা পারের চেষ্টা, পৌর কর্মচারীর মৃত্যু

জেলা প্রতিনিধি | পিরোজপুর | প্রকাশিত: ০৬:৪৩ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০২১

পিরোজপুরে ব্যাটারী চালিত অটোরিকশার ধাক্কায় মো. আতাউর রহমান (৫৪) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (১০ ফেব্রুয়ারি) পৌর ভবনের সামনের রাস্তায় তার মৃত্যু হয়।

তিনি পৌরসভার উকিলপাড়া এলাকার মো. হাফিজুর রহমানের ছেলে। ওই পৌরসভায় চাকরি করতেন তিনি।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে রিকশাযোগে এসে পৌরসভার সামনে নামেন মো. আতাউর রহমান। পরে তিনি মোবাইল ফোনে কথা বলতে বলতে রাস্তা পার হওয়ার চেষ্টা করেন। এ সময় ব্যাটারি চালিত একটি অটোরিকশা তাকে ধাক্কা দিয়ে চলে যায়। স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় জেলা সদর হাসপাতোলে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য আতাউর রহমানকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

পিরোজপুর জেলা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার রানা সাহা জানান, ‘গুরুতর আহত অবস্থায় আতাউর রহমানকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।’

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম বাদল সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন। এ ঘটনা থানায় কোন অভিযোগ আসেনি বলেও জানান তিনি।’

শাফিউল মিল্লাত/ আরএইচ/এমএস