ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

৫ কেজি গাঁজাসহ জামাই-শ্বশুর-শাশুড়ি আটক

মোংলা (বাগেরহাট) | প্রকাশিত: ০৯:১০ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০২১

মোংলায় পাঁচ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। বুধবার (১০ ফেব্রুয়ারি) পৌর শহরের তাজমহল রোড সংলগ্ন মুরগি বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার পর বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সকালে বাগেরহাট আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হবে বলে জানিয়েছেন মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার চৌধুরী।

atok1

গ্রেফতাররা হলেন-মাদককারবারি বেবী (৩৫), তার স্বামী মো. মাহাতাব হাওলাদার (৫০) ও জামাই রাসেল (২১)।

বাগেরহাট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক মো. বুলু শেখ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে মোংলা পোর্ট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের তাজমহল রোড সংলগ্ন মুরগি বাজার এলাকায় অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। এসময় সঙ্গে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কমলেশ মজুমদার ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নয়ন কুমার রাজবংশী। অভিযানে এলাকার চিহ্নিত মাদক সম্রাজ্ঞী বেবীর বসতঘরে তল্লাশি চালিয়ে ঘরের মধ্যে প্লাটিকের ড্রাম ও ব্যাগে লুকিয়ে রাখা ৪ কেজি ৯৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

atok1

আটকের পর বিকেলেই তাদের থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার চৌধুরী বলেন, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার পর বৃহস্পতিবার সকালে বাগেরহাট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

এরশাদ হোসেন রনি/এসআর/এমএস