চাঁপাইনবাবগঞ্জে বিএনপি-জামায়াতের নেতা-কর্মীসহ গ্রেফতার ৩০
চাঁপাইনবাবগঞ্জ জেলার তিন উপজেলায় বুধবার রাতে অভিযান চালিয়ে ১৪ জন বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীসহ ৩০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
চাঁপাইনবাবগঞ্জ পুলিশ কন্ট্রোলরুম সূত্র জানায়, সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপির পাঁচজন ও জামায়াতের একজনকে গ্রেফতার করে পুলিশ।
শিবগঞ্জ উপজেলায় বিএনপির ছয়জন ও জামায়াতের একজন এবং গোমস্তাপুর উপজেলায় বিএনপির এক নেতাকে গ্রেফতার করে।
তাদের প্রত্যেকের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন মামলা রয়েছে। গোমস্তাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোর্ত্তুজা জাগো নিউজকে জানান, গোমস্তাপুর উপজেলা বিএনপির সহ সভাপতি ও আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনারুল ইসলাম বিদ্যুৎকে (৪৩) রাতে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে গোমস্তাপুর থানায় মামলা রয়েছে।
মোহা. আব্দুলাহ/এমজেড/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ মনোনয়ন না পাওয়া দুই নেতার সমর্থকদের
- ২ খুলনায় বিএনপির দলীয় মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে গণমিছিল
- ৩ ১৫ বছরে দেশ থেকে সাড়ে ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে: শিবির সভাপতি
- ৪ মাদারীপুর-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাহারের দাবিতে মহাসড়ক অবরোধ
- ৫ তিন ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল শুরু