ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে প্রাণ গেল ব্র্যাক কর্মচারীর

জেলা প্রতিনিধি | নারায়ণগঞ্জ | প্রকাশিত: ০৯:০০ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০২১

নারায়ণগঞ্জের আড়াইহাজারে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে বিল্লাহ হোসেন (৩৫) নামে ব্র্যাকের এক কর্মচারী নিহত হয়েছেন। মনিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার নোয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত বিল্লাহ কিশোরগঞ্জের গোবিন্দপুর এলাকার আফসার উদ্দিনের ছেলে। তিনি ন্সিগঞ্জের গজারিয়ায় ব্র্যাকের ফিল্ড কর্মকর্তা নিহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, বিল্লাহ হোসেন বাড়ি থেকে মোটরসাইকেলে করে মুন্সিগঞ্জের গজারিয়ায় ব্র্যাক অফিসে ফিরছিলেন। তাকে বহনকারী মোটরসাইকেলটি নোয়াপাড়া এলাকায় পৌঁছলে একটি রিক্সার সাথে ধাক্কা লেগে তিনি ছিটকে পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আড়াইহাজার থানার উপ-পরিদর্শক (এসআই) শফিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তিনি মাথায় গুরুতর আঘাত পেয়েছেন। মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে।

মো. শাহাদাত হোসেন/এমকেএইচ