নাটোরে শাশুড়িকে পিটিয়ে হত্যা : জামাতা আটক
নাটোরের বাগাতিপাড়ায় শাশুড়ি রওশন আরা বেওয়াকে পিটিয়ে হত্যার অভিযোগে জামাতা সাদেক আলীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার চাঁপাপুকুর গ্রামে এই ঘটনা ঘটে।
বাগাতিপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম ও নিহতের পরিবার জানায়, উপজেলার চাঁপাপুকুর গ্রামের নিয়ামত মোল্লার ছেলে সাদেক আলীর সঙ্গে একই এলাকার ইয়াকুব আলীর মেয়ের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের পারিবারিক বিরোধ চলে আসছিল। এ নিয়ে গত রাতে সাদেক তার স্ত্রীকে মারধর করছিলেন। এসময় সাদেকের শাশুড়ি বাধা দিতে গেলে সাদেক শাশুড়ি রওশন আরা বেওয়াকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করে ফেলে রাখেন।
সকালে ঘটনাটি এলাকায় জানাজানি হলে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে এবং জামাতা সাদেক আলীকে আটক করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
রেজাউল করিম রেজা/এমজেড
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান
- ২ ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ মনোনয়ন না পাওয়া দুই নেতার সমর্থকদের
- ৩ খুলনায় বিএনপির দলীয় মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে গণমিছিল
- ৪ ১৫ বছরে দেশ থেকে সাড়ে ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে: শিবির সভাপতি
- ৫ মাদারীপুর-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাহারের দাবিতে মহাসড়ক অবরোধ