ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ধুনটে আ.লীগের দু’পক্ষের সংঘর্ষে পাল্টাপাল্টি মামলা, কারাগারে ২

নিজস্ব প্রতিবেদক | বগুড়া | প্রকাশিত: ০৩:৫৬ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০২১

বগুড়ার ধুনট উপজেলা আওয়ামী লীগের দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা হয়েছে। এক পক্ষের মামলায় পৌরসভার মেয়রসহ ১৫ জন এবং অপর পক্ষের মামলায় উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলামসহ ১৪ জন নেতাকর্মীকে আসামি করা হয়েছে। পৃথক দুটি মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১৪ ফেব্রুয়ারি) সকালের দিকে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাদের বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে শনিবার (১৩ ফেব্রুয়ারি) রাতে বিশেষ অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- ধুনট উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি পশ্চিম ভরণশাহী গ্রামের ইকবাল হোসেন রিপন (৩০) ও অফিসারপাড়ার আওয়ামী লীগ নেতা শাহাদত হোসেন (৪৫)।

জানা গেছে, উপজেলা পরিষদে বরাদ্দকৃত সরকারি বিভিন্ন প্রকল্পের বিভাজন নিয়ে আওয়ামী লীগের দু’পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ রয়েছে। এ বিষয়টি সমাধানের জন্য শনিবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদের হলরুমে বৈঠকের প্রস্তুতি চলছিল। এ সময় উপজেলা পরিষদ এলাকায় আওয়ামী লীগের দু’পক্ষের নেতাকর্মীরা জমায়েত হন। সেখানে বাকবিতণ্ডার এক পর্যায়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে পুলিশসহ উভয় পক্ষের অন্তত ২৫ নেতাকর্মী আহত হন।

এ ঘটনায় শনিবার রাতে একপক্ষে উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান আতিক বাদী হয়ে থানায় একটি মামলা করেন। ওই মামলায় উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলামসহ ১৪ জনের নাম উল্লেখ্যসহ অজ্ঞাত আরও ৩০-৪০ জনকে আসামি করা হয়েছে। অপরপক্ষে উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ হারুন বাবু বাদী হয়ে থানায় মামলা করেন। ওই মামলায় ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ সহ ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৩০-৪০ জনকে আসামি করা হয়।

এ ব্যাপারে ধুনট থানার অফিসার ইনাচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, পৃথক দুটি মামলার আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে। এলাকার পরিবেশ শান্ত রয়েছে।

এসজে/জিকেএস