ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সস্ত্রীক টিকা নিলেন বিএনপি নেতা মোকাররম হোসেন

জেলা প্রতিনিধি | দিনাজপুর | প্রকাশিত: ০৪:৫৭ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০২১

সস্ত্রীক করোনাভাইরাসের ভ্যাকসিন (টিকা) নিয়েছেন দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মো. মোকাররম হোসেন।

রোববার (১৪ ফেব্রুয়ারি) সকালে দিনাজপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে তারা টিকা নেন।

দিনাজপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. পারভেজ সোহেল রানা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘রোববার সকালে সস্ত্রীক টিকা দিতে আসেন দিনাজপুরের বিএনপির হেভিওয়েট নেতা মো. মোকাররম হোসেন। তিনি স্বাভাবিক প্রক্রিয়ায় টিকা গ্রহণ করেন। প্রথমে তিনি, পরে তার স্ত্রী সাবিনা ইয়াসমিন টিকা নেন।’

বিকেল সোয়া ৪টার দিকে মোকাররম হোসেন জাগো নিউজকে জানান, টিকা নেয়ার পর তিনি এবং তার স্ত্রী সুস্থ ও স্বাভাবিক আছেন।

এমদাদুল হক মিলন/এসআর/জিকেএস