ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ভালোবাসার উৎসবে শতাধিক শিশু

জেলা প্রতিনিধি | ঝালকাঠি | প্রকাশিত: ০৫:১০ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০২১

ঝালকাঠিতে শিশুদের সাথে ভালোবাসা ভাগাভাগি করে নিয়েছে ‘দুরন্ত ফাউন্ডেশন’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। রোববার (১৪ ফেব্রুয়ারি) শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ব্যতিক্রমী এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর হাফিজ আল মাহমুদ।

দুরন্ত ফাউন্ডেশনের সভাপতি তাসেন মৃধা অনিকের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা বণিক সমিতির পরিচালক মতিউর রহমান, প্রেসক্লাব সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আক্কাস সিকদার, এনটিভির স্টাফ রিপোর্টার কেএম সবুজ, সাংবাদিক আতিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

সংগঠনের জেলা শাখা সভাপতি শরিফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, আবির উৎসব ও মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। এতে শতাধিক শিশু অংশ নেয়।

মো. আতিকুর রহমান/ আরএইচ/জিকেএস