বসন্তের সাজসজ্জায় মেতেছে বগুড়া
ফুল ফুটুক আর নাই ফুটুক আজ বসন্ত। ১ ফাল্গুনকে সামনে রেখে বগুড়া শহরে বসন্ত উৎসব পালন করেছে হাজারো তরুণ-তরুণী। এছাড়া সাংস্কৃতিক কর্মীদের নানা অয়োজনে শহর ছিল মুখরিত।
বসন্ত ও বিশ্বভালোবাসা দিবসের সাজসজ্জায় মেতে উঠেছে বগুড়া শহর। হলুদ শাড়ি, চুড়ির সঙ্গে খোঁপায় তরুণীরা পরে নানা রঙের ফুল। বিভিন্ন স্থানে দল বেধে মেতেছে আড্ডায়।
বগুড়া শহরের শহীদ খোকন পার্কে ফুল মার্কেটে রোববার (১৪ ফেব্রুয়ারি) সকাল থেকে ছিল প্রচুর ভিড়। ১০ টাকা দামের গোলাপ বিক্রি হয়েছে ৫০-১০০ টাকায়। গোলাপ বাদে অন্য ফুলের দামও ছিল বেশ চড়া। ৫০ টাকা দামের মাথার ফুলের ব্যান বিক্রি হয়েছে ১২০-১৫০ টাকা। বগুড়ার ফুল বিক্রেতারা গত তিনদিন ধরে ফুল মজুদ করে রেখেছে। মজুদ রাখা ফুল বিক্রি হচ্ছে চড়া দামে।
ঋতুরাজ বসন্ত বরণে কলেজের শিক্ষার্থীদের নিয়ে গড়া নাট্য সংগঠন কলেজ থিয়েটার বগুড়া শহরের সাতমাথায় মুজিব মঞ্চে বিকাল সাড়ে ৩টায় বসন্তবরণে পদযাত্রা, বসন্ত কথামালা, বসন্তের গান, কবিতা ও নৃত্যানুষ্ঠান, রাতে শততম ফিউশন বাউল মঞ্চায়ন করে।
কলেজ থিয়েটারের আহ্বায়ক রবিউল করিম ও সদস্য সচিব আব্দুল ওয়াদুদ জানান, বসন্ত উৎসবে তৌফিক হাসান ময়নার নতুন নাটক আছার উদ্দীন ছাফাতুল্লা ফকিরের জবানবন্দি মঞ্চায়ন হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সরকারি শাহ সুলতান কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. শহিদুল আলম। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ গ্রাম থিয়েটারের সাধারণ সম্পাদক তৌফিক হাসান ময়না। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্যানল চেয়ারম্যান সুলতান মাহমুদ খান রনি, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকী, বগুড়া ইয়ুথ কয়্যারের সভাপতি আতিকুর রহমান মিঠু।
বসন্ত উৎসব পালন করে সংশপ্তক থিয়েটার ও থিয়েটার আইডিয়া যৌথভাবে। বগুড়া শহরের রোমেনা আফাজ মুক্ত মঞ্চে, আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সেরা দম্পতি নির্বাচন ও ফানুস উড়ানোর মাধ্যমে বসন্ত উৎসব পালন করে।
এএইচ/এএসএম