ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সাতক্ষীরায় ১২ হাজার ভোটের ব্যবধানে বিএনপি প্রার্থীর জয়

জেলা প্রতিনিধি | সাতক্ষীরা | প্রকাশিত: ০৭:২৪ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০২১

সাতক্ষীরা পৌরসভা নির্বাচনে ২৫ হাজার ৮৮ ভােট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন বর্তমান মেয়র ও বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী তাজকিন আহমেদ চিশতী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নারিকেল গাছ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী নাসিম ফারুক খান মিঠু পেয়েছেন ১৩ হাজার ২২১ ভোট।

এছাড়া নৌকা প্রতীকের শেখ নাসেরুল হক ১৩ হাজার ৫০, হাতপাখা প্রতীকের এসএম মুস্তাফিজুর রউফ এক হাজার ৬৭৯ ভোট ও জগ প্রতীকের নুরুল হুদা দুই হাজার ৮৮৮ ভোট পেয়েছেন।

জেলা রিটার্নিং কর্মকর্তা নাজমুল কবীর রোববার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ৩৭টি কেন্দ্রের এই ফলাফল ঘোষণা করেন।

এসআর/জিকেএস