ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মাটিরাঙায় বিজয়ের হাসি হাসলেন নৌকার শামছুল

জেলা প্রতিনিধি | খাগড়াছড়ি | প্রকাশিত: ০৯:০১ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০২১

উৎসব মুখর পরিবেশে চার স্তরের নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে অনুষ্ঠিত খাগড়াছড়ির মাটিরাঙা পৌরসভা নির্বাচনে মেয়র পদে দুই প্রতিদ্বন্দ্বীকে পরাস্থ করে জয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. শামছুল হক। নৌকা প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৫ হাজার ৭২৫ ভোট।

রোববার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় খাগড়াছড়ি জেলা নির্বাচন অফিসার ও মাটিরাঙা পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসার মো. রাজু আহমেদ এ ফলাফল ঘোষণা করেন।

মোবাইল ফোন প্রতীক নিয়ে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এমএম জাহাঙ্গীর আলম পেয়েছেন ৩ হাজার ৭৫৭ ভোট এবং ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপি মনোনীত প্রার্থী শাহজালাল কাজল পেয়েছেন ৩ হাজার ৭১০ ভোট।

মুজিবুর রহমান ভুইয়া/এসজে/জিকেএস