চাটখিলে নিজাম, সোনাইমুড়ীতে নূরুল বিজয়ী
নোয়াখালীর চাটখিল ও সোনাইমুড়ী পৌরসভা নির্বাচনে মেয়র পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের দুই প্রার্থী।
রোববার (১৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টায় জেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ রবিউল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
ইভিএমে অনুষ্ঠিত চাটখিল পৌরসভার ১০টি কেন্দ্রের প্রাপ্ত ভোটে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী নিজাম উদ্দিন ভিপি ১১ হাজার ৪৭৮ ভোট পেয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী মোস্তফা কামাল ধানের শীষ প্রতীকে পেয়েছেন ২ হাজার ৯৬১ ভোট।
অপরদিকে, সোনাইমুড়ী পৌরসভায় ৯ হাজার ৬০৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী নূরুল হক চৌধুরী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী পেয়েছেন ৪ হাজার ১ ভোট।
মিজানুর রহমান/এসজে/জিকেএস