ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

চৌগাছা ও বাঘারপাড়ায় ফের নৌকার জয়

জেলা প্রতিনিধি | যশোর | প্রকাশিত: ০৯:৫৭ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০২১

যশোরের চৌগাছা ও বাঘারপাড়া পৌরসভায় মেয়র পদে নৌকা প্রতীকের প্রার্থী বিজয়ী হয়েছেন। রোববার (১৪ ফেব্রুয়ারি) ভোটগ্রহণ শেষে স্ব-স্ব রিটানিং কর্মকর্তা বেসরকারিভাবে তাদের বিজয়ী ঘোষণা করেন।

নির্বাচনে চৌগাছা পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নূর উদ্দীন আল মামুন হিমেল (নৌক) ছয় হাজার ৫৪৬ ভোট পেয়ে ও বাঘারপাড়া পৌরসভায় নৌকার প্রার্থী কামরুজ্জামান বাচ্চু চার হাজার ২৫৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। উভয়ই দ্বিতীয় মেয়াদে মেয়র নির্বাচিত হয়েছেন।

যশোরের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও চৌগাছা পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসার হুমায়ুন কবির জানান, চৌগাছা পৌর নির্বাচনে মেয়র পদে ১১ হাজার ৬৩৫ ভোট পড়েছে। এর মধ্যে বাতিল হয়েছে ২৫ ভোট। আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী নূর উদ্দীন আল মামুন হিমেল (নৌকা) ছয় হাজার ৫৪৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী জামায়াত নেতা কামাল আহমেদ (জগ) দুই হাজার ৯৭৬ ভোট পেয়েছেন।

এছাড়া বিএনপি মনোনীত প্রার্থী আবদুল হালিম চঞ্চল (ধানের শীষ) প্রতীকে এক হাজার ৩৬৯ ভোট ও ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি শিহাব উদ্দীন (হাতপাখা) প্রতীকে ৭৪৪ ভোট পেয়েছেন।

অন্যদিকে বাঘারপাড়া উপজেলা নির্বাহী অফিসার ও রিটার্নিং কর্মকর্তা তানিয়া আফরোজ জানান, এ পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কামরুজ্জামান বাচ্চু (নৌকা) প্রতীকে চার হাজার ২৫৬ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী প্রার্থী আবু তাহের সিদ্দিকী (জগ) প্রতীকে পেয়েছেন এক হাজার ১০৮ ভোট। বিএনপি সমর্থিত প্রার্থী আব্দুল হাই মনা (ধানের শীষ) পেয়েছেন ২৭৪ ভোট, জাতীয় পার্টির প্রার্থী নূর মোহাম্মদ ফকির (লাঙ্গল) প্রতীকে ২৮ ভোট ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী এনামুল হক (হাতপাখা) প্রতীকে পেয়েছেন ২৫২ ভোট।

মিলন রহমান/আরএইচ/জেআইএম