বিজয়ী কাউন্সিলর প্রার্থীর আনন্দ মিছিলে হামলা
নোয়াখালীর সোনাইমুড়ীতে বিজয়ী কাউন্সিলর প্রার্থীর আনন্দ মিছিলে হামলা করেছে পরাজিত প্রার্থীর সমর্থকরা। রোববার (১৪ ফেব্রুয়ারি) পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ভানুয়াই গ্রামে এ হামলার ঘটনা ঘটে।
বিজয়ী কাউন্সিলর জহির উদ্দিন ভূঁইয়া অভিযোগ করেন, সন্ধ্যায় নির্বাচনের ফল ঘোষণার পর আনন্দ মিছিলে পরাজিত কাউন্সিলর শ্যামল উদ্দিনের কর্মীরা হামলা চালায়। তারা ভানুয়াই গ্রামের ভূঁইয়া বাড়িসহ আশাপাশে বেশ কয়েকটি বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। এসময় তারা গুলিবর্ষণ ও অগ্নিসংযোগ করে ব্যাপক লুটপাট চালায়। খবর পেয়ে সোনাইমুড়ী ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এদিকে পরাজিত কাউন্সিলর প্রার্থী শ্যামল উদ্দিনের কর্মী-সমর্থকদের অভিযোগ, জহির উদ্দিন ভূঁইয়া পুনরায় কাউন্সিলর নির্বাচিত হয়ে তার বাড়ির লোকজন তাণ্ডব চালায়।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন সংঘর্ষের খবর পেয়ে সেখানে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।
মিজানুর রহমান/ আরএইচ/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ১৬ ডিসেম্বরের প্রত্যয়েই দেশ পুনর্নির্মাণের সুযোগ করে নিতে পেরেছি
- ২ প্রতিপক্ষকে ঘায়েল করতে হত্যাচেষ্টার মধ্যে কোনো বীরত্ব নেই
- ৩ জাগো নিউজে সংবাদ প্রচারের পর নিজের ঠিকানা পেলেন বীরাঙ্গনা যোগমায়া
- ৪ হঠাৎ ফেসবুকে রাঙ্গার ক্ষমা চাওয়ার ভিডিও
- ৫ শহীদ মিনারে মুক্তিযুদ্ধের গ্রাফিতি মুছে আলপনা, সমালোচনায় তৎপর