চার ইটভাটা গুঁড়িয়ে দিয়ে ২০ লাখ টাকা জরিমানা
গাজীপুরের কালীগঞ্জে চারটি ইটভাটা গুঁড়িয়ে দিয়ে ২০ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৭ ফেব্রুয়ারি) বিকালে পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ এ আদেশ দেন।
গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আব্দুস সালাম সরকার বলেন, কালীগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এসময় কলাপাটুয়া এলাকার মেসার্স ফারুক ট্রেডার্স, জামালপুর এলাকার মেসার্স ভূঞা ট্রেডিং করপোরেশন, মেসার্স হাসেন আলী অ্যান্ড কোং এবং মেসার্স আরএফএস ব্রিকসকে ভেকু মেশিন দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। এসময় ওই চার ইটভাটা মালিককে ২০ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানে গাজীপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আশরাফ উদ্দিন ও মো. মমিন ভূঁইয়াসহ জেলা পুলিশ ও গাজীপুর র্যাব-১ এর সদস্যরা উপস্থিত ছিলেন।
আব্দুর রহমান আরমান/আরএইচ/জিকেএস