ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ডাকাতির প্রস্ততিকালে গুলি ও ককটেলসহ আটক ৭

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) | প্রকাশিত: ০৩:১৯ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২১

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে ডাকাত দলের সাত সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) রাত সোয়া ১২টায় উপজেলার শিমরাইল এলাকায় থেকে ডাকাতির প্রস্ততি গ্রহণকালে হাতে-নাতে গ্রেফতার করা হয়।

এসময় তাদের কাছ থেকে ম্যাগজিনভর্তি একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি, তিনটি চাপাতি, একটি হাতুড়ি ও ৪৪টি ককটেল জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলো মো. বাবুল হোসেন (৩২), মো. সেলিম (৩২), মো. রিপন ভূঁইয়া (২৬), মো. রবিউল ইসলাম (২৬), মো. আব্দুর রশিদ (৪৫), মো. রফিকুল ইসলাম (৪০) এবং মো. জাবেদ হোসেন (২৯)।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর দেড়টায় সিদ্ধিরগঞ্জের আদমজীতে অবস্থিত র‍্যাব-১১'র সদর দফতরে প্রেস কনফারেন্সে এসব তথ্য জানান র‍্যাব-১১'র অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল খন্দকার সাইফুল আলম।

jagonews24

তিনি জানান, গ্রেফতারকৃত আসামিরা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। এই সংঘবদ্ধ ডাকাত চক্র বড় বড় স্বর্ণের দোকান টার্গেট করে অতর্কিতভাবে হামলা করে ককটেল বিস্ফোরণ ঘটায় এবং অস্ত্র দেখিয়ে জনমনে
আতঙ্ক সৃষ্টি করে স্বর্ণের দোকান লুট করে মুহূর্তের মধ্যে পালিয়ে যায়।

তিনি আরো বলেন, দীর্ঘদিন ধরে তারা দেশের বিভিন্ন এলাকায় সহযোগীদের নিয়ে স্বর্ণের দোকানে ডাকাতি করে আসছিলেন। স্বর্ণের দোকান ডাকাতির জন্য তারা সন্ধ্যা থেকে দোকান বন্ধের আগ মুহূর্ত পর্যন্ত সময়কে বেছে নিতেন। বিগত কয়েক বছরে দেশের
বিভিন্ন এলাকায় স্বর্ণের দোকানে ঘটে যাওয়া এই রকম বেশ কয়েকটি ডাকাতির সঙ্গে এই ডাকাত চক্রের সদস্যরা জড়িত ছিল।

এদিকে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

এস কে শাওন/এসএমএম/এএসএম