ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

উখিয়ায় হেলমেটবিহীন মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ

জেলা প্রতিনিধি | কক্সবাজার | প্রকাশিত: ০৪:১৯ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২১

কক্সবাজারের উখিয়ায় সাম্প্রতিক কয়েকটি দুর্ঘটনায় হেলমেটবিহীন মোটরসাইকেল চালক নিহতের পর নড়েচড়ে বসেছে প্রশাসন।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) থেকে হেলমেটবিহীন মোটরসাইকেল চালানো সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিজাম উদ্দিন আহমেদ।

উখিয়া উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা কমিটির সভায় তিনি এ ঘোষণা দেন।

ইউএনও নিজাম উদ্দিন আহমেদ বলেন, প্রধান সড়কে হেলমেটবিহীন মোটরসাইকেল চলাচল সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। যত প্রভাবশালীই হোক না কেন এক্ষেত্রে কাউকে বিন্দু পরিমাণ ছাড় দেয়া হবে না।

আইনশৃঙ্খলা কমিটির সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন ইউএনও।

সভায় উখিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুর হক চৌধুরী প্রধান অতিথি ছিলেন। এতে সহকারী কমিশনার (ভূমি) আমিমুল এহসান খান, উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমদ সঞ্জুর মুর্শেদ, উখিয়া উপজেলার ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরী, জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যাপক আদিল চৌধুরী, রত্না পালং ইউনিয়নের চেয়ারম্যান খায়রুল আলম চৌধুরী, হলদিয়া পালং ইউনিয়নের চেয়ারম্যান অধ্যক্ষ শাহ আলম, জালিয়া পালং ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরী, উখিয়া প্রেস ক্লাবের সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ার, উখিয়া মুক্তিযোদ্বা কমান্ডার পরিমল বড়ুয়া, অনলাইন প্রেস ক্লাবের সভাপতি শফিক আজাদ, উখিয়া সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসেন সিরাজী, রাজা পালং ইউনিয়ন পরিষদের মেম্বার সালাহউদ্দিন ও মেধু বড়ুয়া প্রমুখ বক্তব্য রাখেন।

সভায় ইউএনও নিজাম উদ্দিন আহমদ আরও বলেন, ‘অবৈধ ডাম্পার, সি-লাইন ও টমটমের বিরুদ্ধে এবং অপ্রাপ্তবয়স্ক চালক, লাইসেন্সবিহীন ড্রাইভার ও পাহাড় কাটার বিরুদ্ধে অভিযান চলছে, চলবে। ভবিষ্যতে টাস্কফোর্সের মাধ্যমে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে। যাতে গাড়ির মালিকসহ কেউ রক্ষা না পান।’

সায়ীদ আলমগীর/এসআর/এএসএম