ড্রেনে পড়ে ছিল শিশুর মরদেহ
ফেনী জেনারেল হাসপাতালের ড্রেন থেকে ছয় মাস বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, হাসপাতালের পুরোনো ভবনের নিচতলায় জরুরি বিভাগের সামনের টিনের ঘরের পেছনে ড্রেনে এক শিশুর মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে হাসপাতালের ডোম আবদুর রহিম মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে নিয়ে যান।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) রিপন চন্দ্র নাথ বলেন, শিশুটির পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ৬ মাস।
এসআর/জিকেএস