ফের থানার সামনে অবস্থান ধর্মঘট কাদের মির্জার
ছবি : মিজানুর রহমান
নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানার সামনে ফের দ্বিতীয়দিনের মতো অবস্থান ধর্মঘট পালন করেছেন বসুরহাট পৌর মেয়র আব্দুল কাদের মির্জা।
শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত দলীয় নেতা-কর্মীদের নিয়ে এ ধর্মঘট পালন করবেন তিনি।

নোয়াখালী জেলা প্রশাসক, পুলিশ সুপার, কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), ওসি (তদন্ত) কে প্রত্যাহারের দাবিতে এবং নোয়াখালীর অপরাজনীতি বন্ধের দাবিতে কাদের মির্জার এই কর্মসূচি চলছে।
এর আগে মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা থেকে থানা ফটকের সামনে সারারাত অবস্থান কর্মসূচি পালন করে বুধবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ৯টায় তা স্থগিত করেন।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) অর্ধদিবস হরতাল শেষে পুনরায় একই দাবিতে তিনি শুক্রবার ও শনিবার অবস্থান কর্মসূচির ঘোষণা দেন।
মিজানুর রহমান/এসএমএম/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ স্বাধীনতা বিরোধীরা সাধারণ ক্ষমার সম্মান দিতে জানেনি : এ্যানি
- ২ চাঁদপুর-৩ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন বিএনপি প্রার্থী মানিক
- ৩ জামায়াত মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল না, ছিল ভারতের বিরুদ্ধে
- ৪ আমরা একটি সম্প্রীতির বাংলাদেশ চাই: জামায়াত নেতা আবদুল হালিম
- ৫ আমরা স্বাধীনতার চেতনাকে শুধু কথায় নয়, অন্তরে ধারণ করি