মোটরসাইকেলে চড়ে রাঙামাটি যাওয়া হলো না অনিকের
ফেনীতে ট্রাকচাপায় ছালাহ উদ্দিন অনিক (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লালপোল সংলগ্ন ছিলোনীয় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত অনিক তার বন্ধুদের সঙ্গে মোটরসাইকেলযোগে রাঙামাটি ভ্রমণে যাচ্ছিলেন। তার পরিবারের সদস্যরাও একটি মাইক্রোবাসে করে সেখানে যাচ্ছিলেন।
প্রত্যক্ষদর্শী, নিহতের স্বজন ও পুলিশ জানায়, শুক্রবার ভোর ৬টার দিকে অনিক ও তার ছয়জন বন্ধু ৬টি মোটরসাইকেলে করে ঢাকার যাত্রাবাড়ী থেকে রাঙামাটির উদ্দেশে যাত্রা শুরু করেন। একই সময়ে তার পরিবারের সদস্যরাও মাইক্রোবাসে করে যাত্রা করেন। সকাল ১০টার দিকে তারা ফেনীর লালপোল অতিক্রম করার সময় একটি ট্রাক অনিকের মোটরসাইকেল চাপা দেয়। এতে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
অনিকের বন্ধুরা জানায়, অনিক পরিবারের সঙ্গে যাত্রাবাড়ীতে বসবাস করেন। তার পরিবারের কয়েকজন সদস্য মাইক্রোবাসযোগে রাঙামাটিতে যাচ্ছিলেন। অনিকসহ তার বন্ধুরা মোটরসাইকেলে করে রাঙ্গামাটি যাচ্ছিলেন।
ফেনী জেনারেল হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মাছুম জানান, মহাসড়কে নিহত যুবকের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এএএইচ/জিকেএস