ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সিরাজগঞ্জে প্রথম ফুল পেল ১৮৩ শহীদ মিনার

জেলা প্রতিনিধি | সিরাজগঞ্জ | প্রকাশিত: ১২:০৩ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০২১

সিরাজগঞ্জের রায়গঞ্জে অধিকাংশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রয়েছে শহীদ মিনার। এরমধ্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ব্যবস্থাপনা কমিটির নিজস্ব অর্থায়নে নির্মিত হয়েছে তিনটি শহীদ মিনার। উপজেলার ১৮৫টি বিদ্যালয়ের মধ্যে ১৮৩টি বিদ্যালয়ের শহীদ মিনারের নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। 

আজ রোববার (২১ ফেব্রুয়ারি) শহীদ ও মাতৃভাষা দিবস উপলক্ষে নবনির্মিত শহীদ মিনারে ভাষা শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকাবাসী।

উপজেলা সদর হতে প্রায় ১১ কিলোমিটার দূরে পাইকড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় অবস্থিত। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ভূমি দাতা প্রদীপ কুমার সরকার ও ব্যবস্থাপনা কমিটির সভাপতি পুলোক কুমার সরকার বলেন, আগে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, এলাকাবাসী মিলে কলা গাছ ও বাঁশ দিয়ে শহীদ মিনার বানিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতাম। কিন্তু এভাবে কতদিন চলে।

তিনি আরও বলেন, এরপর নিজস্ব অর্থায়নে তৈরি করলাম একটি শহীদ মিনার। আর সেই নতুন শহীদ মিনারে ভাষা শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছি সবাই।

সিমলা মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুজ্জামান রাজু জানান, তিনি তার নিজস্ব অর্থায়নে স্কুলের সামনে একটি শহীদ মিনার নির্মাণ করেছেন।

একই কথা জানালেন খোকশাহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমানও।

jagonews24

তিনি বলেন, বিগত দিনে বিদ্যালয়গুলোর শিক্ষক-শিক্ষার্থীরা পায়ে হেঁটেই উপজেলার চান্দাইকোনা স্কুলে গিয়ে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতো। এখন থেকে তারা নিজ বিদ্যালয়েই শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পারছে।

পাইকড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্র শরিফুল ইসলাম ও ৫ম শ্রেণির ছাত্রী প্রিয়ন্তী সরকার জানায়, বিদ্যালয়ে শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে পেরে তারা বেজায় খুশি। অনেকদিন থেকে তারা এইদিনের অপেক্ষায় ছিল।

এ বিষয়ে উপজেলা শিক্ষা অফিসার মুস্তাফিজুর রহমান জানান, ব্যক্তি উদ্যোগে নিজস্ব অর্থায়নে তিনটিসহ মোট ১৮৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০১৯-২০ অর্থ বছরের স্লিপ এবং ক্ষুদ্র মেরামতের অর্থায়নে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শহীদ মিনার নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। 

বাকি দুটি বিদ্যালয়ে শহীদ মিনার নির্মাণের কাজ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান এ কর্মকর্তা।

ইউসুফ দেওয়ান রাজু/এসএমএম/এমএস