ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

একুশে ফেব্রুয়ারি উপলক্ষে নাটোরে পথ বইমেলা

জেলা প্রতিনিধি | নাটোর | প্রকাশিত: ০৪:৩৬ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০২১

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবসে পথ বইমেলার আয়োজন করা হয়েছে। রোববার (২১ ফেব্রুয়ারি) নাটোরের কানাইখালী পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় মেলার উদ্বোধন করেন শিক্ষাবিদ ও লেখক অধ্যাপক শেখর কুমার স্যানাল।

সাংবাদিক সাজেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সুজিত কুমার সরকার, কথা সাহিত্যিক জাকির তালুকদার, মুজিবুল হক শাওন, কবি আশিক রহমান, সংস্কৃতিকর্মী খগেন্দ্র নাথ রায় ও কবি নাট্যকার সুখময় রায় প্রমুখ বক্তব্য রাখেন।

jagonews24

রোববার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে রাত ৯ টা পর্যন্ত বইমেলা চলবে। মেলায় ৭টি নতুন বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। গত তিনবছর ধরে নাটোরে পথ বইমেলা হয়ে আসছে।

রেজাউল করিম রেজা/ আরএইচ/এএসএম