ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

দৌলতদিয়ায় যানবাহনের দীর্ঘ সারি

জেলা প্রতিনিধি | রাজবাড়ী | প্রকাশিত: ০৪:৪৯ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০২১

সরকারি ছুটি শেষে ঢাকামুখি যাত্রীদের চাপে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট প্রান্তে আটকা পড়েছে কয়েকশ গাড়ি। ফলে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

রোববার (২১ ফেব্রুয়ারি) বিকাল ৪টার দিকে বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মো. মাহবুব হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

jagonews24

তিনি জানান, সরকারি ছুটি শেষে দৌলতদিয়া ঘাট দিয়ে ঢাকায় ফিরছেন মানুষ। এছাড়া ওরশ শরীফের মুরিদানদের বাড়তি চাপের কারণে দৌলতদিয়া প্রান্তে যানবাহনের দীর্ঘ লাইন তৈরি হয়েছে। লাইন থাকা যানবাহনের মধ্যে যাত্রীবাহি বাস, ছোট গাড়ি মাইক্রোবাস ও প্রাইভেটকারের সংখ্যা বেশি। এ রুটে বর্তমানে ছোট বড় ১৬টি ফেরি চলাচল করছে।

সরকারি ছুটি শেষে ঢাকামুখি মানুষ ও আটরশির ওরশ শরীফ শেষে মুরিদানদের বাড়তি চাপ পড়েছে দৌলতদিয়ায়। ফলে দৌলতদিয়া-খুলনা মহাসড়কের কয়েক কিলোমিটার এলাকার সড়কে নদী পারের অপেক্ষায় যানবাহনের দীর্ঘ লাইন তৈরি হয়েছে। এ সময় যানবাহনের গরমে শিশু, নারী ও বৃদ্ধরা পড়েছেন চরম বিপাকে।

রুবেলুর রহমান/এএইচ/এএসএম