ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

জাল ফেলতেই এক চিতলে বাজিমাত

জেলা প্রতিনিধি | রাজবাড়ী | প্রকাশিত: ০১:৩৪ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০২১

এবার রাজবাড়ী গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মা ও যমুনা নদীর মোহনায় ধরা প‌ড়ে‌ছে ১০ কেজি ওজনের একটি বড় সাইজের চিতল মাছ।

সোমবার (২২ ফেব্রুয়ারি) ভোর রাতে দৌলতদিয়া ব্যাপারীপাড়া এলাকার আল আমিন হালদারের জালে মাছটি ধরা পড়ে।

পরে মাছটি দৌলতদিয়া ঘা‌টের পাশে বাবু সরদারের আড়তে বিক্রির উদ্দেশ্যে আনলে ফেরিঘাটের মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা ১৩শ টাকা কেজি দরে ১৩ হাজার টাকায় কিনে নেন। এসময় মাছটি এক নজর দেখতে ভিড় ক‌রেন উৎসুক জনতা।

মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, সকা‌লে মাছটি আড়ত থে‌কে ১৩শ টাকা কেজি দরে মোট ১৩ হাজার টাকায় কিনেছেন। এখন সামান্য একটু লা‌ভে মাছটি বি‌ক্রি কর‌বেন। এজন্য ফো‌নের মাধ্য‌মে দে‌শের বিভিন্নস্থা‌নে যোগাযোগ করছেন।

রু‌বেলুর রহমান/এসএমএম/জিকেএস